জাতীয় বিশ্ববিদ্যালয় জেলা কলেজ মনিটরিং সেল কুমিল্লার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোটবাড়ীস্থ বার্ড এর ড. আবদুল মুঈদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এসএম আমানুল্লাহ।
তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা শিক্ষকদের দায়িত্ব। এ ক্ষেত্র শিকার গুনগত মান বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
প্রো-ভাইস চ্যন্সেলর ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় মতবিনিময় সভায় শহরের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের সন্তানদের মতো আন্তরিকতা দিয়ে পাঠদান করতে হবে শিক্ষকদের। এ ক্ষেত্রে অধ্যক্ষগণ তদারকি করবেন। তিনি প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল রাখতে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এতে শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং শিক্ষাকে অধিকতর কর্মমুখী ও জীবনমুখী, যুগোপযোগী, আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের করণীয় নির্ধারণ, শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ে প্রতিবন্ধকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিরপণ, কলেজে বিরাজমান সমস্যাবলী বা উচ্চ শিক্ষার মান উন্নয়নের অন্তরায় সমূহ চিহ্নিতকরণ এবং তা দূরীকরণের বিষয়ে আলোচনা, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতজরণ, দক্ষতা অর্জন, দেশপ্রেম এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরির বিষয়ে করণীয় নির্ধারণ, শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে অন্তরায় এবং উপায় নির্ধারণ, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের সহায়ক কো-কারিকুলার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা, শিক্ষার পরিবেশ ভৌত অবকাঠামোগত অবস্থা, ক্লাস রুম, লাইব্রেরি, ল্যাবরেটরি, কলেজ পরিচালনা ব্যবস্থা, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের নিয়মিত মনিটরিং নিশ্চিত করার উপায় নির্ধারণ এবং গভর্নিং বডি সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : Reporter