ঢাকা | | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর দখলে নিতে হবে, ভারতীয় রাজনীতিকের হুঙ্কার

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা ছবির ক্যাপশন: প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা
ad728

টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘আবার মহান’ করার আহ্বান জানিয়ে বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের উচিত চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং ত্রিপুরার পুরোনো জমি ফেরত নেওয়া। তার মতে, বর্তমান সীমানা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং রাজনৈতিক সীমানা না হলে সাংস্কৃতিক সীমানা তৈরি করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রদ্যোত দেববর্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, “ইউনূসের ধারণা ভুল প্রমাণ করতে আমাদের চট্টগ্রাম বন্দর দখল করা অপরিহার্য, যা উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি।”

ত্রিপুরার সাবেক রাজপরিবারের বংশধর প্রদ্যোত দেববর্মা ১৯৪৮ সালের ইতিহাস স্মরণ করে বলেন, পাকিস্তান কীভাবে সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল এবং ত্রিপুরা কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি দাবি করেন, বৃহত্তর ত্রিপুরাল্যান্ড গড়ে তোলার জন্য পাকিস্তান ও বাংলাদেশকে ঠুকতে হবে এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চল ফেরত নিতে হবে।

তিনি ইউক্রেনের গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শাসন পরিবর্তনের ক্ষেত্রে গণভোট সবসময় কার্যকর হয় না। তাঁর মতে, অঞ্চলের নেতৃত্বকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, আরাকান সেনাবাহিনী ও মিয়ানমার থেকে মানুষের আগমনকে বিবেচনা করে।

প্রদ্যোত দেববর্মা আরও বলেন, বাংলাদেশের কারণে উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিপন্ন। তিনি জোর দিয়ে দাবি করেন, “চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য অপরিহার্য। শুধু ত্রিপুরার নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ।”

তিনি বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যায়িত করেন এবং টিপ্রা, গারো, খাসিয়া সম্প্রদায়কে পশ্চিমের প্রভাব থেকে সমস্যা মুক্ত আখ্যায়িত করেন। টিপ্রা মোথা পার্টি মূলত একটি আদর্শিক দাবি থেকে শুরু হয়ে ২০২১ সালে রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।



 নুর/আকাশ টিভি

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS