ঢাকা | | বঙ্গাব্দ

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল পাকিস্তানের প্রধানমন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Sep 27, 2025 ইং
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ছবির ক্যাপশন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এএনআই সংবাদ সংস্থার এক সাংবাদিকের সীমান্ত সন্ত্রাস নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি। আমরা তাদের পরাস্ত করছি।”

প্রবেশপথে প্রথমে প্রশ্নটি তিনি এড়িয়ে গেলেও, পেছনে ফিরে সংক্ষিপ্ত উত্তর দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের নজর কেড়েছে।

চলতি বছরের শুরুর দিকে পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যেখানে ২৬ জন নিহত হন। উভয়পক্ষের মধ্যে যুদ্ধপূর্ণ ক্ষয়ক্ষতি ঘটলেও যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগে অস্ত্রবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS