ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 28, 2025 ইং
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছবির ক্যাপশন: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
ad728

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসন নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে। তিনি আরও অভিযোগ করেন, দেশের গণমাধ্যম এখনও ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী।

মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য অপরিহার্য। তিনি বলেন, ‘সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।’

উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান। আলোচনায় অন্যান্য বক্তারা উল্লেখ করেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত হওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্রও বদলে যায়।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS