ঢাকা | | বঙ্গাব্দ

দেশে আবারও শুরু হতে যাচ্ছে শিক্ষকদের বড় আন্দোলন

author
Reporter

প্রকাশিত : Oct 1, 2025 ইং
ঢাকামুখী দুটি বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা ছবির ক্যাপশন: ঢাকামুখী দুটি বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা
ad728

চলতি অক্টোবর মাসেই ঢাকামুখী দুটি বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক নেতারা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও বদলির দাবিতে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে কর্মসূচি ঘোষণা করেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছে, আগামী ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে এ কর্মসূচি হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজীজি বলেন, “পূর্বে শিক্ষা উপদেষ্টা আমাদের ২০ শতাংশ বাড়িভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি চার ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব পাঠিয়ে শিক্ষক সমাজকে হতাশ করেছে। সরকার যদি ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তবে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।”

অন্যদিকে বদলির দাবিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, “নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরেই বদলির শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা হয়নি। ফলে প্রায় এক লাখ শিক্ষকের নিজের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার আশা ভেস্তে গেছে। সরকার দ্রুত উদ্যোগ না নিলে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করব।”

শিক্ষক নেতারা সতর্ক করে বলেছেন, সময়মতো দাবি পূরণ না হলে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়বে। এর প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও পড়তে পারে।

 

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS