ঢাকা | | বঙ্গাব্দ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার শোক

author
Reporter

প্রকাশিত : Oct 3, 2025 ইং
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবির ক্যাপশন: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ad728


ঢাকা, ১৮ আশ্বিন ( ৩ অক্টোবর): ভাষাসংগ্রামী, গবেষক ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 
উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনের একজন অগ্রণী সেনা হিসেবে আহমদ রফিক আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি সমাজচিন্তায়, সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান ছিল অনন্য। তিনি আজীবন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতির পক্ষে কলম চালিয়েছেন এবং প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। উপদেষ্টা বলেন, আহমদ রফিকের চিন্তা, কর্ম এবং আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দিবে।
এসময় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাষাসৈনিক আহমদ রফিক গতকাল রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।


 নুর/আকাশ টিভি

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS