ঢাকা | বঙ্গাব্দ

প্রথম নারী মেয়র জায়েদা খাতুন

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

সারাদেশের সচেতন নাগরিকদের অপেক্ষার প্রহর শেষ হল। 

গাজীপুর সিটি নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর এর মা জায়েদা খাতুন।  গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন।


এর মধ্যে নৌকা প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন২,৭১,০৭৭  এবং জায়েদা খাতুন পেয়েছেন ২,৮৮,০০৭ ভোট।


এবারের নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের তিন হাজার ৪৯৭টি কক্ষে ভোটগ্রহণ কার্যক্রম হয়েছে।


নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। প্রতিটি ওয়ার্ডের ফলাফল প্রিজাইডিং অফিসাররা বঙ্গতাজ অডিটোরিয়ামে নিয়ে এলে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স