মির্জা নুরুন্নবীঃ
কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসীর গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এসময় একজন আহত হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোকসানা আক্তার (রুবি) ৫৫, তার মেয়ে জোনাকী ৩২ ও ছেলে রাসেল (৩৮)।
স্থানীয়রা জানান,এলাকায় মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকা এবং মঙ্গলবার দুপুরে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কড়ইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার রুবির পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি ও তার মেয়ে জোনাকী এবং ছেলে রাসেল নিহত হন। রুবি আক্তারের বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে বলে দাবী এলাকাবাসীর।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ এসে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৩জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেয়া উচিত। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Reporter