ঢাকা | | বঙ্গাব্দ

এশিয়ান টিভির ক্যামেরাম্যান মোশারফকে কারণ দর্শানোর নোটিশ!

author
Reporter

প্রকাশিত : Jul 12, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
প্রেজেন্টারের সাথে অসৌজন্যমূলক আচরণ, এশিয়ান টিভির ক্যামেরাম্যান মোশারফকে কারণ দর্শানোর নোটিশ!

এশিয়ান টিভির চিফ ক্যামেরাপার্সন দাবি করা মোশারফ হোসেন এক প্রেজেন্টারেকে যৌ/ন হে/ন/স্থা করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

কে এই মোশারফ!
এক সময় হোটেল পূর্বানীর ওয়েটার। এরপর চ্যানেল ওয়ানের পিয়ন। এভাবেই তার মিডিয়াতে পদার্পন। তারপর  থেকে সে মোহনা টিভিতে ট্রেইনী ক্যামেরাম্যান। বর্তমানে এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসাবে কর্মরত । বিগত  স্বৈরাশাসক যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদেরের ভাগিনা পরিচয়ে কামিয়েছেন কোটি টাকা । দালালী করে মিরপুরে সিপির ফুড কর্নার, কচুক্ষেতে দোকান , ঢাকা মেডিক্যালের সামনে সিটি করপোরেশনের দোকান বরাদ্দ সহ  উত্তর বাড্ডা আলীর মোড়ে ফ্ল্যাট কিনেছে । 

বর্তমানে মেরু বাড্ডা ডিআইটি প্রজেক্টে ১১ও ১২ রোড ওবায়দুল কাদেরের বোন জামাইয়ের দুটি বাড়ি মোশারফ  এবং তার ভাই কাদেরের বোন জামায়ের বাবুর্চী এখন পর্যন্ত পাহারাদার হিসাবে নিয়োজিত আছে। মোশারফের বিরুদ্ধে এসাইনমেন্টে গিয়ে জোরপূর্বক টাকা হাতিয়ে নেওয়ার  অভিযোগ রয়েছে । 

এ ব্যাপারে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ জানলেও কোন ব্যবস্থা নেয়নি। কারন বিএনপির কিছু নেতার ছত্রছায়ায় চলে সে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS