ঢাকা | | বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে ভিক্টোরিয়া কলেজ সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Jul 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মাকছুদুর রহমান।। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (২১জুলাই ) কলা ভবনের নিচ তলায়, সমাজবিজ্ঞান বিভাগের হল রুমে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে, নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।ছেলেদের রংবেরঙের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি, কেউবা সাধারণ পোশাকে এসেছে, এবং বিভাগটির রং-বেরঙের নানান সাজে নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শিক্ষার্থীদের নতুন মানুষ এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়,তারপর চলে পরিচিতি পর্ব, তারপর আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়।

নবাগত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ট বিদ্যাপীঠ  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স করার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। অনার্সের এই ৪ বছর যেন ভালোভাবে শেষ করতে পারি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি।

নবাগত আরেক শিক্ষার্থী বলেন, নতুন সহপাঠী, নতুন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক, সিনিয়রদের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালোই লাগছে।

 
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ড. রওনক আরা বেগম, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, সাধ্যের মধ্যে যতটা সম্ভব তোমাদের জন্য আয়োজন করা হয়েছে, বিশেষ করে তোমাদের সিনিয়র ভাইদের প্রচেষ্টায় এতো সুন্দর অনুষ্ঠান সম্ভব হয়েছে, সবার মধ্যে বিভাগের প্রতি যেই আন্তরিকতা তা আমায় মুগ্ধ করেছে।

তিনি আরো বলেন, ঐক্যের মাধ্যমে দেশ, জাতি, সমাজ সুন্দর ভাবে চলতে পারে, সফলতা পায়, আমি আশা করি তোমরাও তোমাদের শিক্ষক,  সহপাঠী, সিনিয়র ভাই, বোনদের সাথে ঐক্য গড়ে তুলতে পারলে সুন্দর ভাবে পড়াশোনা শেষ করতে পারবে,এবং সফলতা পাবে। 

সর্বশেষ সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা, নাচ,গান, কৌতুকের মাধ্যমে আনুষ্ঠানিক প্রোগ্রাম শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS