ঢাকা | | বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী কায়কোবাদের ভাইয়ের নাম জড়িয়ে উপদেষ্টা আসিফের মিথ্যাচার

author
Reporter

প্রকাশিত : Aug 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লার মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুননুন বসরীর নাম জড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া অপপ্রচার করেছেন বলে অভিযোগ করেছেন কাজী জুননুন বসরী।



কাজী জুননুন বসরী বলেন- অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডি (Asif Mahmud) ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন- "মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায়ও উল্লাসে মেতে উঠতে দেখা যায়।"

উপরোক্ত বক্তব্যটি আসিফ মাহমুদ দায়িত্বশীল জায়গা থেকে দিয়ে দেশের একজন নাগরিক হিসেবে আমার প্রতি অবিচার করেছেন এবং আমার সম্মানহানি করে তিনি শপথ ভঙ্গ করেছেন।

ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা হয়েছে।  সে মামলার প্রধান আসামি আকবপুর ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহর সাথে উপদেষ্টা   আসিফ মাহমুদ সজিব ভূইয়ার  বাবার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। 
আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় ট্রিপল মার্ডারের শিকার রুবির মেয়ে উপদেষ্টা আসিফের নির্দেশে মুরাদনগরের আকুবপুরের কড়াইবাড়ি ট্রিপল মার্ডার হয়েছে বলে বক্তব্য দিয়েছে।

অথচ সেই উপদেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক ও পরিকল্পিতভাবে তার ফেসবুক আইডিতে আমার নাম জড়িয়ে মিথ্যাচার করেছে। যার সাথে আমার দূরতম সম্পর্কও নাই। উপদেষ্টা ও তার বাবার আশ্রয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বাররা মুরাদনগরে অপকর্ম করে যাচ্ছে। 

এবং সে লিখেছে সোশ্যাল মিডিয়ায় আমি নাকি উল্লাস করেছি অথচ তার পালিত কিছু অপপ্রচারকারী আমার নামে এবং আমার ভাইদের ও বিএনপির নামে বেশ কয়েকটি ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে।  আমার ব্যবহৃত আইডি থেকে ট্রিপল মার্ডার নিয়ে কোন বক্তব্য বা লিখা নেই। উপদেষ্টা তার পালিত লোক দিয়ে আমাদের নামে আইডি খুলে অপপ্রচার করে এবং আমাদের নাম জড়িয়ে স্টাটাস দিয়ে মিথ্যাচার করে।

আমার ছেলে কাজী জায়িফ গত ০৩ জুলাই ২৫ ইংরেজি  তারিখে ফেসবুক স্টাটাস দিয়ে আমাদের নামে খোলা ফেইক আইডির ব্যাপারে জনগনকে সতর্ক করেছে। পরবর্তীতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া পালিত তথ্য সন্ত্রাসী রাজিব আমার নামে খোলা তার পরিচালিত আইডি থেকে ট্রিপল মার্ডার নিয়ে আল হামদুলিল্লাহ লিখে স্টাটাস দেয়। যদিও আমরা আগে থেকেই জনগণকে ফেইক আইডির ব্যাপারে সতর্ক করার কারনে জনগণ বিভ্রান্ত না হয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। শুধু তাই নয় আমরা ফেইক আইডির ব্যাপারে ২০ জুলাই থানায় জিডিও করেছি।

তবুও একটি ফেইক আইডির উপর ভিত্তি করে উপদেষ্টা আসিফ মাহমুদের স্টাটাস আমাদের পরিবারের  বিরুদ্ধে  অপপ্রচার ও ষড়যন্ত্রের অংশ।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS