ঢাকা | | বঙ্গাব্দ

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা চেষ্টা মামলার আসামীরা, আতন্কে ভুক্তভোগীরা

author
Reporter

প্রকাশিত : Aug 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দেবিদ্বার বড়শালঘরে জোরপূর্বক জায়গা দখল ও গাছ কাটে দেওয়ান মোস্তফা (৩৫),দেওয়ান সোহাগ (৩০),দেওয়ান আক্তার (৪০) দেওয়ান মাজেদুল ইসলাম (৫৫), দেওয়ান জহির (৬০) সহ অস্ত্রধারী সন্ত্রাসীরা। নিজেদের গাছ জোরপূর্বক কাটায় বাধা দেন মোঃ সুমন মিয়া (৪৫) মোঃ আঃ আলীম (৬৬) মোসাঃ রেহেনা আক্তার (৫৬) মোঃ নানডুর সরকার (৫০), মোঃ বিল্লাল।  অন্যায়ভাবে গাছ কাটতে বাধা দেওয়ায় দেওয়ান মোস্তফা গংরা সুমন,আলীম গংদের উপর হামলা করে রক্তাক্ত করে।

ভুক্তভোগীদের অভিযোগ- মোস্তফা দেওয়ান গংরা হত্যার উদ্দেশ্য হামলা করে মাথা ফাটিয়ে দেয়। আহতরা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সন্ত্রাসীদের বিচারের আশায় ৩০/০৬/২৫ তারিখের ঘটনায় চিকিৎসা শেষে ০৩/০৭/২৫ তারিখে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত আসামিরা ধরা ছোয়ার বাহিরে।

আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন অন্যাথায় তাদেরকে জানে মেরে ফেলবেন বলে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী আমেনা আক্তার।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাভেল মল্লিক জানান, আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করতে পারিনি। অভিযান চলবে

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS