কুমিল্লা প্রতিনিধি.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় একটি কাভার্ডভ্যান উল্টে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও সিএনজি। এ ঘটনায় ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পরে মহাসড়কের কুমিল্লায় পদুয়ার বাজার হোটেল নুর জাহানের সামনে এ ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে চাপা পড়া প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তকরের কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা মুখি একটি কাভার্ডভ্যান যাওয়া পথে পদুয়ার বাজার হোটেল নুরজাহন থেকে একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানটির সামনে এসে পড়ে। কাভার্ডভ্যানটি ব্রেক চাপলে উল্টে গিয়ে প্রাইভেটকার ও সিএনজিকে উপর পাড়ে। কাভার্ডভ্যানটির চাপায় প্রাইভেটকরটি পৃষ্ঠে যায়। এ সময় আরো একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ সম্পন্ন করেন।
নিউজটি আপডেট করেছেন : Reporter