ঢাকা | | বঙ্গাব্দ

কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
ad728
সরকার দণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
 রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ করে যারা বয়স্ক এবং নারী, তাদের সাজার মেয়াদ কমানো হবে। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করার পরিকল্পনা রয়েছে। 
তবে পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে, যদিও চূড়ান্ত সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণ ও নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতা করে ফরিদপুরে যেসব ব্যক্তি ও গোষ্ঠী অবরোধ সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, তাদের বিকেলের মধ্যে সরে যেতে বলা হয়েছে, অন্যথায় বল প্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS