ঢাকা | | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, প্রতিকার চেয়ে স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাতের আবেদন

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। ছবি: সংগৃহীত
ad728
গত মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর (রোববার) তিনি ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের এই শিক্ষার্থী তার অভিযোগপত্রে নির্বাচনী ফলাফলে অসঙ্গতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, প্রক্সি ভোট প্রদান, পূর্বে পূরণকৃত ব্যালট পেপার ব্যবহার, অস্বাভাবিক হারে ভোটার উপস্থিতি এবং আচরণবিধি লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অনিয়মের সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছেন।

আরাফাত চৌধুরী দাবী করেছেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ ভোটার তালিকা, ভোট প্রদানের সংখ্যা এবং কেন্দ্রসমূহের সিসিটিভি ক্যামেরার পূর্ণ ফুটেজ অবিলম্বে প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’ নামক একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে গত কয়েক বছর ধরেই ক্যাম্পাসের নানা সমস্যা সমাধানে কাজ করে আসছিলেন তিনি। এই কাজের মাধ্যমেই তিনি শিক্ষার্থীদের কাছে পরিচিতি লাভ করেন এবং জিএস পদে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হন।

তবে নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিনি মাত্র ৪,০৪৪ ভোট পেয়ে চতুর্থ স্থানে অবস্থান করেন। তার ভাষ্য অনুযায়ী, এই ফলাফল 'একপক্ষীয়ভাবে ইঞ্জিনিয়ারিং' করা হয়েছে, যা গোটা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। শোনা যাচ্ছে, সম্পাদকীয় দুইটি পদের স্বতন্ত্র বিজয়ীদের প্রতিও ছিল একই গোষ্ঠীর নীরব সমর্থন।

আরাফাত চৌধুরীর অভিযোগ এখন ডাকসু নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার জমা দেয়া অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকে এখন তাকিয়ে আছে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS