ঢাকা | | বঙ্গাব্দ

ইসরাইলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
কাতারের দোহায় আরব-ইসলামি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ছবির ক্যাপশন: কাতারের দোহায় আরব-ইসলামি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।
ad728

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে চালানো সকল অপরাধের জন্য ইসরাইলকে আন্তর্জাতিকভাবে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরব ও মুসলিম বিশ্ব কাতারের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় দোহায় শুরু হয় উচ্চপর্যায়ের এই সম্মেলন, যেখানে অংশ নেয় বহু আরব ও মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইসরাইলের ‘বর্বরোচিত হামলা’র তীব্র নিন্দা জানায় এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আইনগত পদক্ষেপে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

কাতারের প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি এখনই পরিত্যাগ করা উচিত। ইসরাইলকে তাদের সমস্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা, নির্বিচারে বোমা হামলা, এবং জোরপূর্বক মাতৃভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না।”

তিনি আরও বলেন, “ইসরাইল সরকার একের পর এক শান্তিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করে এই অঞ্চলের জনগণকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি তাদের নিজেদের জনগণকেও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইল একটি হামলা চালায়। ওই হামলায় হামাসের দাবি অনুযায়ী তাদের পাঁচজন সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাতারের প্রতি সমর্থন জানাতে সম্মেলনটির আয়োজন করা হয়। এতে উপসাগরীয় দেশগুলো, যারা সাধারণত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তারা ইসরাইলের বিরুদ্ধে কাতারের পাশে অবস্থান নেওয়ার সংকেত দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাভাবিক হওয়া সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, ২০২০ সালে আমিরাত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS