ঢাকা | | বঙ্গাব্দ

ক্যাফেটেরিয়ায় হাফপ্যান্ট পরে কাজ করলে আপনি কীসের ম্যানেজারি করেন?: হল সংসদের ভিপি

author
Reporter

প্রকাশিত : Sep 15, 2025 ইং
খাবারের মান, কর্মচারীদের পোশাক ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষুব্ধ হয়ে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে হুঁশিয়ারি ছবির ক্যাপশন: খাবারের মান, কর্মচারীদের পোশাক ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষুব্ধ হয়ে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে হুঁশিয়ারি
ad728

ছাবিকুন্নাহার নুর,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার খাবারের মান, স্বাস্থ্যবিধির অভাব ও কর্মচারীদের অনুপযুক্ত পোশাক নিয়ে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন নবনির্বাচিত হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আজিজুল হক। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হল সংসদের পক্ষ থেকে ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম ও অব্যবস্থা খুঁজে পান তিনি।

ভিপি আজিজুল হক অভিযোগ করে বলেন, “আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নেই। ৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালালেও ন্যূনতম পরিবর্তন নেই।” তিনি আরও প্রশ্ন তোলেন, “কেউ ফাও খায় না, টাকা কম দেয় না, তাহলে খাবারের মান কেন ভালো হবে না?”

ভিপির ভাষ্যমতে, রান্নাঘরে দেখা গেছে, কর্মচারীদের মাথায় ক্যাপ নেই, তারা অভিযোগ করেছেন তাদের ক্যাপ কিনে দেওয়া হয়নি। রান্নাঘরের আনাচে-কানাচে পড়ে ছিল সিগারেটের ফিল্টার, এবং কয়েকজন কর্মচারী হাফপ্যান্ট পরে রান্না করছিলেন, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন।

তিনি ম্যানেজারকে সরাসরি বলেন, “ফাজলামি করার দরকার নাই। ১৫ দিনের মধ্যে খাবারের মান ও পরিবেশের উন্নতি না হলে সম্পূর্ণভাবে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।”

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ ভিপির দৃঢ় অবস্থানকে স্বাগত জানালেও, অনেকেই ভিপির ভাষা ও আচরণকে ‘মব স্টাইল’ বলে সমালোচনা করেছেন।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিক ফারুক মন্তব্য করেন, “পরিদর্শনের রাজনীতি পুরোনো রীতি। শর্ট টেম্পার এবং মব স্টাইল আচরণ নতুন নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনা উচিত।” তবে তিনি রান্নার পরিবেশ ও পোশাক সংক্রান্ত বিষয়ের গুরুত্ব স্বীকার করেন।

অন্যদিকে, ফেসবুকভিত্তিক পেজ ‘জবিয়ানস’ এ ঘটনাটি ভিন্নভাবে ব্যাখ্যা করে ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করে, “হাফপ্যান্ট নিষিদ্ধ করতে হবে, দরকার হলে লুঙ্গিও।” এই প্রতিক্রিয়ায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ছাপও দেখা গেছে।

পরে নিজের ফেসবুক পোস্টে ভিপি আজিজুল হক বলেন, “আমার ব্যবহার কিছুটা উচ্চবাচ্য ছিল, তবে সামনের দিনে আমরা আরও সংযত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, দীর্ঘ ৪২ বছর ধরে একই ব্যক্তি ক্যাফেটেরিয়া পরিচালনা করলেও শিক্ষার্থীরা বরাবরই দুর্ভোগ পোহাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, “বারবার সতর্ক করার পরেও ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ এমনভাবে আচরণ করে যেন তারা কারও জবাবদিহির আওতায় পড়ে না।”


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS