শিরোনাম

প্রকাশঃ Mon, Aug 14, 2023 11:01 PM
আপডেটঃ Sat, Apr 27, 2024 2:34 AM


মুরাদনগর থেকে ২ যুবদল নেতা গ্রেফতার,কোতোয়ালি থানা থেকে কারাগারে প্রেরণ

মুরাদনগর থেকে ২ যুবদল নেতা গ্রেফতার,কোতোয়ালি থানা থেকে কারাগারে প্রেরণ

কুমিল্লার মুরাদনগরে নিজ বাসা থেকে ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবদল সভাপতি মো: সবুর খান ও ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক মো: এমরানকে গ্রেফতার করে কোতোয়ালি থানার মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণের অভিযোগ।



বিএনপির অভিযোগ যুবদল নেতা সবুর খান ও সেচ্ছাসেবক দল নেতা এমরান দুজনের বাড়ি মুরাদনগর।তারা বাড়িতেই অবস্থান করছিলেন পরশু রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।এবং সেখানে পুরনো একটা মামলায় অজ্ঞাতনামা হিসেবে তাদের অন্তর্ভুক্ত করে কারাগারে পাঠায় পুলিশ। যার মামলা নং কুমিল্লা কোতয়ালী জী আর ৬৩০/২৩ কোতয়ালী থানার মামলা নং ৩৫ তাং ১০/৬/২৩ধারা১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ দন্ডবিধি



তাদের গ্রেফতারে নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক। তিনি বলেন,গ্রেপ্তারাতঙ্কে মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কর্মীরা অন্যত্র আশ্রয় নিয়েছে।



গ্রেফতারকৃত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ বলেন,সবুর ও এমরান দুজনই মুরাদনগরে থাকেন।পরিকল্পিত ভাবে হয়রানি করার জন্য তাদেরকে কুমিল্লা কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার করেছে। তারা নির্দোষ অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি



www.a2sys.co

আরো পড়ুন