শিরোনাম

প্রকাশঃ Sat, Apr 27, 2024 7:25 PM
আপডেটঃ Thu, Dec 12, 2024 6:36 PM


চান্দিনায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জামায়াতে ইসলামী

চান্দিনায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জামায়াতে ইসলামী

দেশব্যাপী তীব্র তাপ প্রবাহের মধ্যে কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।


শনিবার উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর ও বরেণ্য মুফাস্সির মাওলানা গোলাম মাওলা ফারুকীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নূরুল আমীন পারভেজ এর পরিচালনায় কর্মসূচীর উদ্বোধন করেন চান্দিনা উন্নয়ন ফোরামের সেক্রেটারি  আবদুল আহাদ। 

উপস্থিত ছিলেন দাউদকান্দি সমাজ উন্নয়ন ফোরামের এসিসট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার শিমুল হাজারী, বাতাঘাসী ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য সচিব মাহমুদ শরীফ, সমাজকর্মী মাওলানা মোহাম্মদ উল্লাহ সহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



www.a2sys.co

আরো পড়ুন