শিরোনাম

প্রকাশঃ Tue, Feb 6, 2024 5:24 PM
আপডেটঃ Sat, May 11, 2024 12:23 PM


চান্দিনার কুটুম্বপুর - কালিয়ারচর সড়কে ডাকাতির কবলে মাছ ব্যবসায়ীর মৃত্যু

চান্দিনার কুটুম্বপুর - কালিয়ারচর সড়কে ডাকাতির কবলে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামের এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চান্দিনা উপজেলার কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে ওই ঘটনা ঘটে।



নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যান যোগে মাছ বিক্রি করেন।



স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানযোগে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হন তারা। পথে মঙ্গলবার ভোরে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতদল ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুল কুদ্দুসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।



চান্দিনা থানার উপ-পরিদর্শক সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।



www.a2sys.co

আরো পড়ুন