দক্ষিণ কুমিল্লার সুনামধন্য বিদ্যাপীঠ লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভূতপূর্ব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান,জাতীয় ঐক্যমত কমিশন সদস্য ও সুশাসনের জন্য নাগরিক -সুজনের সম্পাদক ড.বদিউল আলম মজুমদার।
লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী শামসুদ্দিন দিদারের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী মেজর হাবিবুর রহমান মজুমদার, সাবেক সচিব একেএম জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত সচিব ও গবেষক রওশনারা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী আব্দুল ওহাব, হাজী মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, এড. আবুল বাশার, প্রকৌশলী একেএম সালেহ আহমদ, আব্দুল হাই ভূঁইয়া, ওয়াহিদ মজুমদার, নজির আহমেদ, আনোয়ার হোসেন বিএসসি, ব্যাংকার ফজলুল করিম, নুরুল আলম খোকন-সহ অনেকে।
অনুষ্ঠান শেষে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়, কমিটিতে ড.বদিউল আলম মজুমদারকে সভাপতি,আসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।