ঢাকা | | বঙ্গাব্দ

আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 16, 2025 ইং
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবির ক্যাপশন: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ad728

ছাবিকুন্নাহার নুর,

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো নির্দিষ্ট উৎস থেকে নয়, বরং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে তুলনা করে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করছে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, আমরা কোনো একক উৎস থেকে এলএনজি আমদানি করছি না... সরকার আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে তুলনা করার পর বিভিন্ন উৎস থেকে এলএনজি সংগ্রহ করছে। সেটা যুক্তরাষ্ট্র, চীন বা সৌদি আরব হোক না কেন এটি সহজ নয় (নিয়ম অনুসরণ না করে একক উৎস থেকে এলএনজি আমদানি করা)।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আজ এ কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে এবং একই সাথে কর আদায় বাড়ানোর চেষ্টা করছে।

ইউএসটিআর প্রতিনিধিদলের চলমান বাংলাদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের দূরত্ব আরো কমিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা এখন কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছি। কারণ, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য দূরত্ব কমছে।

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য আমদানি করলে আমদানি খরচ কিছুটা বাড়তে পারে। তবে এখানে গুণমান অবশ্যই গুরুত্বপূর্ণ।

উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করলে খরচ বাড়তে পারে। তবে এর মান কিন্তু ভালো। সামগ্রিকভাবে, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরো অধিক পণ্য আমদানি করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, এই পদক্ষেপ দেশের সামগ্রিক রপ্তানি বা মুদ্রাস্ফীতির ওপর কোনো প্রভাব ফেলবে না।

এছাড়াও, তিনি বলেন, ভোক্তাদের উপর তেমন কোনও প্রভাব পড়বে না, কেননা সরকার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে আসছে।

আমদানি, রপ্তানি এবং স্থানীয় সরবরাহ চেইনে স্বাভাবিক প্রবণতা বজায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের পাইকারি ও খুচরা বাজারে এখনও কিছু সমস্যা রয়েছে, কারণ এগুলো প্রায়শই অর্থনৈতিক যুক্তির বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, তবে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতির হার হ্রাস পাওয়ায় সামগ্রিক মুদ্রাস্ফীতির প্রবণতা স্থিতিশীল।

বর্তমান বেকারত্বের প্রবণতা নিয়ে কতিপয় অর্থনীতিবিদদের উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, কর্মসংস্থান সৃষ্টি দেশের জন্য একটি ধারাবাহিক চ্যালেঞ্জ, কারণ বেসরকারি খাত কর্মসংস্থান সৃষ্টিতে 'শীর্ষ ভূমিকা' পালন করে।

তিনি আরও বলেন, ‘ ব্যবসায়িক কার্যক্রম ধীর হয়ে গেলে তা অবশ্যই কর্মসংস্থানের উপর প্রভাব ফেলে। তবে, আমরা তাদের নীতিগত সহায়তা এবং অন্যান্য সহায়তা প্রদান করছি। আমরা এ বিষয়ে নজর রাখছি।’

অর্থ উপদেষ্টা বলেন , দেশে সামগ্রিক ব্যবসা-বাণিজ্য কার্যক্রম এখন ভালো অবস্থায় আছে। যদিও রাজনৈতিক কারণে রাজস্ব আয় আগে কম ছিল। কিন্তু এখন, রাজস্ব আদায় বাড়ছে।

তিনি বলেন, এনবিআর এখন কর ফাঁকির অনেক ঘটনা উদঘাটন করছে, অনেক কর ফাইল যাচাই-বাছাই করছে এবং ব্যবস্থা নিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS