বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। সেইভাবে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় দেশের কোমলমতি ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে।”
মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে নবনির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, “পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, আওয়ামী লীগ সরকারও একইভাবে তা ধ্বংস করেছে। বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু এখন সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পাচ্ছে, সামান্য লিখলেই গোল্ডেন ফাইভ দেয়া হচ্ছে।”
নতুন প্রজন্মের উদ্দেশে তিনি আহ্বান জানান মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে এবং কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।
সংবর্ধিত শেখ রিফাত মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রাফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুলু আরও বলেন, “সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই চিন্তা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিতে বিশ্বমানের শিক্ষার সব দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা হবে।”