নাঙ্গলকোট উপজেলার চাঁন্দগড়া মিয়ার বাজার থেকে বটতলী ও মানিকমুড়া পর্যন্ত সড়ক সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। এ অবস্থার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এলাকার বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে এ সড়কের সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারের অবহেলায় কাজ বন্ধ হয়ে পড়ে। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এর ফলে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট কন্ট্রাক্টর জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ষার কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিগগিরই সংস্কার কাজ পুনরায় শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।