ঢাকা | | বঙ্গাব্দ

সরকারি সাত কলেজকে কেন্দ্র করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে আল্টিমেটাম, রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

author
Reporter

প্রকাশিত : Sep 18, 2025 ইং
ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন
ad728
ছাবিকুন্নাহার নুর,

ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর):   ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়—"ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়"—গঠনের দাবিতে আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা জানিয়েছে, এ সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় যদি সুস্পষ্ট রোডম্যাপ না দেয়, তবে তারা আবার রাজপথে ভয়ংকর আন্দোলনে নামবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “উচ্চশিক্ষা সিন্ডিকেট বছরের পর বছর মানহীন শিক্ষা দিয়ে আমাদের রাজপথে রেখেছে। শিক্ষকরা কখনোই আমাদের ন্যায্য দাবিতে পাশে দাঁড়াননি।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে বিভ্রান্ত করতে শিক্ষকদের একটি মহল পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষা বিরোধী নয়, বরং শিক্ষা মান উন্নয়নের দাবিতে।

আব্দুর রহমান স্পষ্ট করে বলেন, “সরকারি সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশই এই সংকটের একমাত্র সমাধান। তাই আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে সড়কে রক্ত ঝরবে, তার দায় প্রশাসনকে নিতে হবে।”

সংবাদ সম্মেলন শেষে সাত কলেজের বিভিন্ন প্রতিনিধিরা ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS