ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো—এমন প্রশ্ন রেখে নিজের অবস্থান পরিষ্কার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নে যখন ‘উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন’ প্রসঙ্গ আসে, তখন তিনি বলেন, “কে কি চায়, সেটা তার ব্যক্তিগত প্রশ্ন।
আপনারাও তো অনেক প্রশ্ন করেন, এই বোন একটা করবেন, ওই ভাই আরেকটা করবেন।” এরপর নিজেকে নিয়ে প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে বলেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে।
আমি একা বিদেশে গিয়ে কি করবো?” সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, কিছু উপদেষ্টা নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন—যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।
তার মন্তব্যের পর থেকেই উপদেষ্টাদের প্রতিক্রিয়া
আসছে। এর আগে ৯ অক্টোবর সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ফেসবুকে লেখেন,
“বাহাত্তরোর্ধ্ব বয়সে যদি সেফ এক্সিট ভাবতে হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক।”
আকাশ টিভি/ন