ঢাকা | | বঙ্গাব্দ

জিআইসিসি সম্মেলনের চেয়ারম্যানের সঙ্গে সেতু বিভাগের সচিবের বৈঠক

author
Reporter

প্রকাশিত : Sep 18, 2025 ইং
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। ছবির ক্যাপশন: সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
ad728

ছাবিকুন্নাহার নুর,

ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর):   দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর) বৈশ্বিক অবকাঠামো সহযোগিতা সম্মেলন (জিআইসিসি)-২০২৫ এর আজ সমাপনী দিন।

বুধবার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে জিআইসিসি-২০২৫ সম্মেলনের চেয়ারম্যান হ্যান ম্যান হির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পরিবহন অবকাঠামো খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেতু বিভাগের সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের পরিবহন অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়েছে।

এছাড়া, পরিবহন অবকাঠামো খাত সম্পৃক্ত দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় ১২টি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সেতু সচিবের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জিআইসিসি-২০২৫ সম্মেলনে অংশগ্রহণ করা কোরিয়ার এসব প্রতিষ্ঠান বাংলাদেশে পরিবহন ও যোগাযোগ খাতে কাজ করার জন্য ব্যাপক আগ্রহ ব্যক্ত করেছে।

সচিব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোরিয়ান ইডিসিএফ/ইডিপিএফ অর্থায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।

সম্মেলনের শেষ দিনে অর্থাৎ আজ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ কোরিয়ান পরিবহন অবকাঠামো খাত সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করবেন। এই পরিদর্শনের মাধ্যমে এবারের জিআইসিসি-২০২৫ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

সেতু বিভাগ আশা করছে, এ সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে সেতু বিভাগের সচিবের সক্রিয় উপস্থিতি দেশের ভৌত অবকাঠামো উন্নয়নে অর্থায়নের সুযোগ সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS