ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত

author
Reporter

প্রকাশিত : Sep 18, 2025 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

ছাবিকুন্নাহার নুর,

ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর):   নরসিংদীর আলোকবালী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশন এবং সময় টেলিভিশনের সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আইয়ুব খান, আশিকুর রহমান পিয়াল, মো. ঈদুল ফিতর, মাহফুজুর রহমান সহ আরও দুই স্থানীয় সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে, যেখানে সাংবাদিকরা সংঘর্ষের খবর সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। সংবাদ সংগ্রহের সময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউম ও তার অনুসারীরা সাংবাদিক আইয়ুব খানের ওপর অতর্কিতে হামলা চালান। হামলার ফলে আইয়ুব খানের মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আরও তিন সাংবাদিক আহত হন, তারা হলেন: আশিকুর রহমান পিয়াল (সময় টেলিভিশন), মো. ঈদুল ফিতর (একাত্তর টেলিভিশন, ক্যামেরাম্যান), মাহফুজুর রহমান (সময় টেলিভিশন, ক্যামেরাম্যান)

হামলাকারীরা লাঠি, লোহার রড এবং কাঠের বাটাম দিয়ে সাংবাদিকদের মারধর করেন। হামলার পর হাসপাতালের কর্মীরা এবং অন্য সাংবাদিকরা এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালের ভিতরে আশ্রয় নেন।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পেয়েছে এবং তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তারা সাংবাদিকদের ওপর হামলার এই ধরনের ঘটনা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS