ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে কিশোর গ্যাং সদস্যদের প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার একটি ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে ট্রলার ও স্পিডবোটে করে রামদা ও চাইনিজ কুড়াল হাতে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় তাদের। সাউন্ড বক্সে গান বাজানোর সাথে সাথে নাচ-গানের মাধ্যমে তারা অস্ত্র প্রদর্শন করতে থাকে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো শোরগোল সৃষ্টি করেছে। ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা থাকলেও তা হয়নি, কিন্তু কিশোর গ্যাং সদস্যরা ট্রলার ও স্পিডবোট ব্যবহার করে গান বাজিয়ে এবং অস্ত্রের মহড়া দেয়। তারা ট্রলারে এবং অন্তত ৭টি স্পিডবোটে অস্ত্রসহ উপস্থিত ছিল।
একজন স্থানীয় বাসিন্দা, মো. রিপন বলেন, “নৌকাবাইচ হওয়ার কথা ছিল, তবে সেটা হয়নি। তবে ট্রলার ও স্পিডবোটে করে কিশোর গ্যাং-এর সদস্যরা নাচ-গান করে এবং অস্ত্র হাতে মহড়া দেয়।”
এ ঘটনার পর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলেও, কিশোর গ্যাং সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা তাদের আটকানোর চেষ্টা করেছি, তবে কাউকে আটকানো সম্ভব হয়নি। তারা আমাদের এলাকার নয় এবং সম্ভবত মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে এসেছিল।”
ওসি আরো জানান, তাদের আটক করার জন্য রাজৈর থানায় জানানো হয়েছে এবং পুলিশ তাদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।