ঢাকা | | বঙ্গাব্দ

ধমক দিয়ে রাজস্ব আদায় করা যাবে না, বললেন অর্থ উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 19, 2025 ইং
অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ ছবির ক্যাপশন: অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ
ad728

ছাবিকুন্নাহার নুর,

অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল কাজ শুধু কর আদায় নয়, সেবা প্রদানও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যদি ভালো সেবা দেন, মানুষ ট্যাক্স ও সার্ভিস ফি দেবে। যদি না দেন, মানুষ অর্থ আটকে রাখবে। শুধু ধমক দিয়ে বা জোর করে রাজস্ব আদায় করা সম্ভব নয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনলাইনে এনবিআরের সেবা প্রদানের জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে ৫ লাখের বেশি সার্টিফিকেট প্রদান এবং সর্বোচ্চ ই-রিটার্ন দাখিল করা পাঁচটি প্রতিষ্ঠানকে ‘ট্যাক্স চ্যাম্পিয়ন’ সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক ও বিশেষ সহকারী আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারব না। মানুষ প্রায়ই কম ট্যাক্স-টু-জিডিপি রেশিও নিয়ে কথা বলে। তবে ব্যবসা লাভ করলে কর স্বাভাবিকভাবে দেওয়া হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এ পর্যন্ত ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ আবেদন ১ দিনের মধ্যে ইস্যু করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা কোন ধরনের হয়রানি ছাড়াই আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারছেন।

চলতি বছরের জুন থেকে ১৯টি সংস্থাকে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সার্টিফিকেট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ই-রিটার্ন চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে পাঁচ প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো কোম্পানি, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও রেনেটা বাংলাদেশ। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS