ঢাকা | | বঙ্গাব্দ

সালমান এফ রহমান ও ২৭ আইজিডব্লিউর বিরুদ্ধে বিটিআরসির মামলা

author
Reporter

প্রকাশিত : Sep 19, 2025 ইং
সালমান এফ রহমান ছবির ক্যাপশন: সালমান এফ রহমান
ad728

ছাবিকুন্নাহার নুর,

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমানসহ ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

তৌফিকুল ইসলাম জানান, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিল। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS