ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডা: কামারুজ্জামানের ইন্তেকাল

author
Reporter

প্রকাশিত : Sep 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামান আর নেই। শুক্রবার দুপুর ১২টা ১৯মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স ছিলেন ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২কন্যা-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ আছর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ডাক্তার এ কে এম কামারুজ্জামানকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  
ডাক্তার কামারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চিকিৎসক সংগঠন ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  ও ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। তিনি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল গালর্স স্কুল, নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নাঙ্গলকোট ডাক্তার জামান্স কিন্ডার গার্ডেন, নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশন, ১০০ শয্যা বিশিষ্ট নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডার হোম, এছাড়া তিনি ঢাকার বনানীতে জামান্স ক্লিনিক ও মাইডার হোম প্রতিষ্ঠা করেন। ডাক্তার কামারুজ্জামানের পিতা হাসানুজ্জামান ছিলেন পাকিস্তান সরকারের এম এল এ, তিনি প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়।
ডাক্তার কামারুজ্জামানের মৃত্যুতে নাঙ্গলকোটের সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব নূরুল আফসার নয়ন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS