ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (রোববার) বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। স্টারমার প্রশাসন গত জুলাই মাসে প্রথম জানিয়েছিল যে, সেপ্টেম্বর মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে দ্বিধা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যদি ইসরাইল গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে ব্যর্থ হয় এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে তারা তাদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছে ইসরাইলের তেল আবিব সরকার। গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবার এবং বেশ কিছু রক্ষণশীল ব্যক্তিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রতিবেদনে বলেন, “এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসকে পুরষ্কৃত করবে।”
যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তাদের প্রস্তুতি শুরু করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে নতুন মাত্রা দিতে পারে।