ঢাকা | | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর প্রতিহতের হুঁশিয়ারি আ.লীগের, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি-জামায়াত

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

প্রতি বছরই প্রধান সরকারপ্রধান বা উপদেষ্টাদের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ায়, এবারের ঘটনা তার ব্যতিক্রম নয়। আগষ্টে তথ্য উপদেষ্টার সফরকে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচির সময় নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় এবার বাংলাদেশ স্থায়ী মিশন এবং কনস্যুলেট অফিস সতর্ক অবস্থান নিচ্ছে।

সম্প্রতি এক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ড. ইউনূসকে নিউ ইয়র্কে ‘প্রতিহত’ করা হবে। তিনি জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি থাকবে। কনস্যুলেট হামলার ঘটনায় কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সভা করে তারা কর্মীদের করণীয় জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘আমরা ২২ তারিখে বিমানবন্দরে এবং ২৬ তারিখে জাতিসংঘের সামনে অবস্থান নেব। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।’

জামায়াতের যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক শাখা না থাকলেও বিভিন্ন নামে তাদের নেতাকর্মীরা সক্রিয়। তারা সাধারণ প্রবাসীদের ব্যানারে নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ বলেন, ‘হাসিনার অনুসারীরা যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে সাধারণ প্রবাসীরা শক্ত হাতে জবাব দেবে।’

এদিকে, ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে’ ব্যানারে প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে প্রবাসীদের এক মতবিনিময় সভার আয়োজন করা হবে।



 
নুর/আকাশ টিভি

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS