বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
জাহিদুল ইসলাম দাবি করেছেন, সংগঠনটির সক্রিয় জনশক্তি প্রায় ৫ লাখ এবং সমর্থক সংখ্যা
প্রায় ৫০ লাখ। সম্প্রতি চ্যানেল আই-এর একটি টক শোতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম জানান, ছাত্রশিবিরের
কাজ মূলত মাদ্রাসায় বেশি হলেও দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতেও
সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “ছাত্রশিবিরের কার্যক্রম
১৯৭৭ সালে যেভাবে শুরু হয়েছিল, এখনও সেভাবেই চলছে। এখানে কথা আর কাজের অমিল নেই। সবচেয়ে
বড় বিষয়, গ্রুপিং নেই, বরং ভ্রাতৃত্ব ও ভালোবাসার পরিবেশে একটি আদর্শ সমাজ তৈরির প্রচেষ্টা
চলে।”
শিবির সভাপতির ভাষ্য অনুযায়ী,
সংগঠনের কাঠামো ধাপে ধাপে গড়ে ওঠে—প্রথমে সমর্থক, পরে কর্মী, তারপর সাথী, এবং সর্বশেষ
সদস্য। একজন সদস্য হতে হলে নির্দিষ্ট সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করতে হয়। বর্তমানে
সারা দেশে প্রায় ৭ হাজার সদস্য রয়েছে।
দাওয়াত প্রক্রিয়া নিয়ে তিনি
বলেন, “শুরুর দিকে কাউকে সরাসরি আদর্শ বা সংগঠনের কথা বলি না। আগে সম্পর্ক তৈরি করি,
তারপর ধীরে ধীরে ইসলামের দাওয়াত পৌঁছে দেই। এটা একটা প্রাকৃতিক ও যুক্তিবদ্ধ প্রক্রিয়া।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়
ও মেডিকেল কলেজগুলোতে ছাত্রশিবিরের সংগঠনিক কার্যক্রম ভালো, তবে মাদ্রাসায় প্রভাব তুলনামূলকভাবে
বেশি। সার্বিকভাবে ছাত্র সমাজের মধ্যে ইসলামী আদর্শ পৌঁছে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।