ঢাকা | | বঙ্গাব্দ

নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Oct 17, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।
ad728

রাজনৈতিক নেতাদের উদ্দেশে ঐক্য, স্থিতিশীলতা ও উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আজকে আমরা ঐকমত্যে যে সনদ করলাম, তেমনি রাজনৈতিক নেতারাও বসে একটি নির্বাচন-সনদ করুন। যেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই একটি উৎসবমুখর, স্মরণীয় নির্বাচন আয়োজন করা যায়।”

শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এই সুর, যে সুর আজকে আমরা বাজালাম—ঐক্যের সুর, সেই সুর নিয়েই নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যেতে হবে। এত কিছু করে লাভটা কী হলো তাহলে? কথা লিখলাম, কিন্তু মানলাম না—এটা হতে পারে না।”

ড. ইউনূস বলেন, “এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। আমরা এমন এক জগতে ছিলাম, যেখানে আইন ছিল না, মানুষ যা ইচ্ছা করত। এখন আমরা সভ্যতার পথে হাঁটছি, এমন একটি সমাজ গড়তে চাই—যেখানে পুরো বিশ্ব আমাদের দেখে বিস্মিত হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “এই সনদ তর্কবিতর্কের অবসান করবে। আমরা এখন নিয়মমাফিক চলার জন্য প্রস্তুত।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সবচেয়ে বড় সম্পদ বঙ্গোপসাগর—যা আমরা ঠিকভাবে ব্যবহার করিনি। আমরা এটিকে এখন অর্থনীতির বড় অংশ হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “মাতারবাড়ী, কক্সবাজার, মহেশখালীসহ একযোগে সমুদ্রবন্দর উন্নয়ন করলে পুরো অঞ্চলটি নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। তখন সারা বিশ্বের পণ্যবাহী জাহাজ আমাদের বন্দরে ভিড়তে বাধ্য হবে।”

ড. ইউনূস জানান, এই বন্দর ব্যবস্থার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলেও অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে। “আমরা একটি আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি এই যোগাযোগের মাধ্যমে, যেখানে সবাই সমৃদ্ধ হবে।

 

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS