ঢাকা | | বঙ্গাব্দ

পিঠ বাঁচিয়ে রাজনীতি হবে না: এনসিপি

author
Reporter

প্রকাশিত : Sep 23, 2025 ইং
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছবির ক্যাপশন: উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পিঠ বাঁচিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা যাবে না। তিনি মঙ্গলবার নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে বক্তৃতা করেন।

সারজিস আলম বলেন, ‘আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। কিন্তু বিএনপি জনগণের আস্থা হারাচ্ছে। জনগণের রায়কে পাশ কাটিয়ে, কোনো এজেন্সির হাত ধরে কেউ ক্ষমতায় আসতে চাইলে সেই আশা পূরণ হবে না। সবকিছুর জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা পরোক্ষভাবে কথা বলা পছন্দ করি না। আমরা জানতে চাই, ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি ক্ষমতায় আসতে চায় কি না।’

এনসিপি নেতা দৃঢ়ভাবে উল্লেখ করেন, ‘গণ-অভ্যুত্থান শুধু দেশের ভেতরের স্বৈরশাসনের বিরুদ্ধে নয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধেও হয়েছে। ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।’

বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচারের দাবি করেন। তারা বলেন, প্রবাসে রাজনৈতিক কর্মীদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমন হামলা দেশের অভ্যন্তরের রাজনৈতিক সহিংসতাকে বিদেশে ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।



নুর/আকাশ টিভি



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS