দেশজুড়ে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম যিনি নিজেকে সিআইএ’র এজেন্ট দাবি করেছিলেন, এবার রিমান্ডে ফাঁস করলেন আরও চাঞ্চল্যকর তথ্য। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে আলোচিত দুই রাজনৈতিক দল—রফিকুল আমীনের “আমজনগণ পার্টি” এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের “জনতা পার্টি বাংলাদেশ”—এর পেছনে অর্থায়ন করেছেন তিনিই।
এনায়েত করিম জানান, দুটি দলের ফান্ডে তিনি মোট এক কোটি টাকা দিয়েছেন। গোয়েন্দা সূত্র বলছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল গঠিত আমজনগণ পার্টি-তে প্রথমে ৫০ লাখ টাকা অনুদান দেন তিনি। মাত্র আট দিন পর ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা জনতা পার্টি বাংলাদেশ-এর ফান্ডেও দেন আরও ৫০ লাখ টাকা। এমনকি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতা পার্টির উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত খরচও বহন করেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করে পুলিশ। তখন তিনি নিজেকে সিআইএ এজেন্ট পরিচয় দেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই এটি প্রতারণা প্রমাণিত হয়। পরবর্তীতে আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে তদন্তে বেরিয়ে আসে এই অজানা অর্থায়নের রহস্য।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এনায়েত করিমের স্বীকারোক্তি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের নতুন দলগুলোকে সামনে এনে প্রভাব বিস্তারের কৌশল নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত রিমান্ডে তার গোপন চালবাজি ধরা পড়লো।
নুর/আকাশ টিভি