ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার দেশটির সরকার ডিক্রি জারি করে এই নিষেধাজ্ঞা কার্যকর করে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ার্পো এক সংবাদ সম্মেলনে জানান, নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলে কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সামরিক পণ্য বা প্রযুক্তি রপ্তানি করবে না স্পেন। একইভাবে ইসরায়েল থেকেও এ ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। পাশাপাশি সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দিয়েছে দেশটি।
এছাড়া ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব জোরদার করতে পশ্চিম তীরে নির্মিত বসতি থেকে আসা পণ্য আমদানি ও সেগুলোর বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। বাণিজ্যমন্ত্রীর ভাষায়, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার ক্ষেত্রে স্পেনের এ সিদ্ধান্ত হবে ‘ঐতিহাসিক পদক্ষেপ’।
প্রসঙ্গত, ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরই স্পেন অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে ফাঁকফোকর থাকায় সামরিক কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছিল। এবার আইনি ভিত্তি দিয়ে নিষেধাজ্ঞাটিকে সম্পূর্ণভাবে কার্যকর করল দেশটির সরকার।
গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা অসংখ্য মানুষের কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি বর্বরতা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখায় ইতোমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাত্র দুই দিনের ব্যবধানে।
নুর/আকাশ টিভি