ঢাকা | | বঙ্গাব্দ

হাসিনা-তাপসের ফোনালাপে উঠে এসেছে যেসব ভয়ংকর তথ্য

author
Reporter

প্রকাশিত : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ফোনালাপ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২২তম কার্যদিবসের সাক্ষ্যগ্রহণ চলাকালে এ ফোনালাপ ট্রাইব্যুনালে বাজানো হয়। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জনগণও তা শোনেন।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের সামনে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তার জবানবন্দির পর সাক্ষীর দাখিল করা চারটি ফোনালাপ প্রকাশ করা হয়, যার মধ্যে প্রথমটিই ছিল শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের কথোপকথন।

ফোনালাপে উঠে আসে জুলাই-আগস্ট আন্দোলন দমনের সময়কার চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এমনকি তিনি লিথাল ওয়েপন ব্যবহার ও সোজাসুজি গুলি চালানোর নির্দেশনাও দিয়েছিলেন বলে কথোপকথনে শোনা যায়। আন্দোলন মোকাবিলায় সেনাবাহিনী নামানো হবে কি না তা নিয়েও আলোচনার অংশ প্রকাশ করা হয়।

প্রসিকিউশন জানায়, এ ফোনালাপে শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় আন্দোলন দমন, নিরাপত্তা বাহিনীর অভিযান, গুলিবর্ষণ এবং ধরপাকড়ের বিষয়গুলো স্পষ্ট হয়। ট্রাইব্যুনালে শুনানির সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

মানবতাবিরোধী অপরাধের মামলাটি চলমান অবস্থায় ইতোমধ্যেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং তিনি সাক্ষ্যও দিয়েছেন। আজ সকালে তাকেও ট্রাইব্যুনালে আনা হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। এরপর যুক্তিতর্ক পর্ব শুরু হবে বলে প্রসিকিউশন জানিয়েছে।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS