অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে শাবিপ্রবি সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন
আহমেদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ঢাকার একটি অনুষ্ঠানে তোলা।
শাবিপ্রবির শিক্ষার্থীরা ছবিটি
প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। ফরিদ উদ্দিন ২০২২ সালে বেগম সিরাজুন্নেসা
চৌধুরী হলের ঘটনার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার জন্য
দায়ী ছিলেন। এ ঘটনায় লাঠিচার্জ, গুলি ও সাউন্ড গ্রেনেডে বহু শিক্ষার্থী আহত হয়।
ফরিদ উদ্দিন ২০২৪ সালের জুলাইয়ে
কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শাবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী
রুদ্র সেন হত্যা মামলার আসামি। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেটের সাবেক মেয়রসহ
ফরিদ উদ্দিনসহ ৭৬ জনের নাম রয়েছে।
ছবিটি প্রকাশের পর শিক্ষার্থীরা
সামাজিক মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন। আইপিই বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার লিখেছেন,
‘অর্থ উপদেষ্টার সঙ্গে সাস্টের সাবেক ভিসি ফরিদ… আমাদের শহীদ রুদ্র সেনকে নিয়ে কটূক্তি
করেছে, বাইশে ক্যাম্পাসে গুলি চালিয়েছে। এই নোংরামির শেষ কোথায় কে জানে?’
শাবিপ্রবি শাখা ইসলামী ছাত্র
আন্দোলনের সভাপতি আজাদ শিকদার ফেসবুকে মন্তব্য করেন, ‘যে ফরিদ ২০২২-এ শিক্ষার্থীদের
ওপর হামলা চালিয়েছিল এবং রুদ্র সেনের হত্যার মামলার আসামি, এখন অর্থ উপদেষ্টার পাশে।
এ জন্যই কি জুলাই–আগস্টে ২০০০ মানুষ জীবন দিয়েছিল? খুনিদের এভাবে পুনর্বাসন চলছে।’
আরেক শিক্ষার্থী ইয়াসির ইশমাম
লিখেছেন, ‘সাবেক ভিসি ফরিদ, যে পালিয়ে গেছে এবং এখনও বেতন নিচ্ছে, তাকে গতকাল দেখা
গিয়েছে অর্থ উপদেষ্টার পাশে। যারা জানে না, তারা সিলেটের কাউকে জিজ্ঞেস করলেই সব জানবে।’
নুর/আকাশ টিভি