ঢাকা | | বঙ্গাব্দ

আমি দোয়া করি ভারত দেশে ঢুকুক, তাহলে জামায়াতের একাত্তরের সেই ‘বদনাম’ চলে যাবে: ড. তাহের

author
Reporter

প্রকাশিত : Sep 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীকে মিথ্যা বদনাম চাপানো হয়েছে এবং যদি পাড়ি পার্শ্ববর্তী দেশ (ভারত) আনুমানিকভাবে আমাদের দেশে প্রবেশ করে তবে সেই বদনাম মুছে গেলে তারা “প্রকৃত স্বাধীনতা যোদ্ধা” হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে—এমন আশাব্যঞ্জক মন্তব্য করে তিনি বলেন, “আমাকে অনেকে ভয় দেখায়— যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। 

আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক।” তাহের আরও দাবি করেন, ভারতবিরোধী প্রতিরোধ গড়ে উঠলে কমপক্ষে ৫০ লাখ যুবক দেশকে রক্ষা করবে; তাদের এক অংশ গেরিলা যুদ্ধ করবে এবং অন্য অংশ বিস্তৃত এলাকায় মুক্তিযুদ্ধ শুরু করবে—এমন কল্পকথামুখর বিবৃতি দেন তিনি। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস হবে না এবং অভিমতগতভাবে তিনি মনে করেন গঠনমূলক ও সংগঠিত শক্তি হিসেবে জামায়াতই সামনে থাকবে, অন্যরা সহযোগিতা না করলে ও তারা যুদ্ধ করবে না। অনুষ্ঠানটি নিউইয়র্কে অনুষ্ঠিত এই ভাষণের পর সামাজিক-মিডিয়া ও রাজনৈতিক মহলে ওই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS