বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সালাহউদ্দিন আহমদ কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে
বলেন, “ইসলাম কোনও রাজনীতির কোটা নয়, রাজনীতি দিয়ে ইসলামকে ফিরিয়ে আনতে হবে। তাদের
ভোটের মধ্যে প্রতিহত করতে হবে। তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ। আমরা
সবাই জুলাই যোদ্ধা, তবে জুলাইয়ের চেতনাকে বিক্রি করা যাবে না।”
তিনি স্মরণ করিয়ে দেন, ১৬ বছর
পর অনুষ্ঠিত সম্মেলনে বিএনপি নেতারা অতীত ভুলে যান না। তিনি উল্লেখ করেন, দেশের ২ লাখ
৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, ব্যাংকিং খাত খেলাপি ঋণে জর্জরিত, ১৪০০ মানুষ হত্যা
হয়েছে এবং ২০ হাজার মানুষ পঙ্গু করা হয়েছে। তিনি বলেন, “আমরা এখনও সংস্কারের সংগ্রাম,
বিচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান
অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন জাতীয়
নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের
উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক
মিয়া। সভাপতিত্ব করেন আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশিকুর
রহমান মাহমুদ।
নুর/আকাশ টিভি