ঢাকা | | বঙ্গাব্দ

‘জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত’: ফারুক

author
Reporter

প্রকাশিত : Sep 28, 2025 ইং
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান
ad728

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান রোববার ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত চাইছে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব হবে। তিনি জানান, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তবে তারা একশর বেশি আসনে জয়ী হতে পারে, কারণ নির্বাচনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

ফারুক হাসান আরও বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থাগুলো এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, পুলিশের ৮০ ভাগ এবং প্রশাসনের ৭০ ভাগ কর্মকর্তা আওয়ামী লীগের সমর্থক। এমন একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে ভালো ফল করবে।

তিনি যোগ করেন, সরকার চাইলে ফেব্রুয়ারি বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলেও তাদের আপত্তি নেই। তবে শর্ত হলো—নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে এবং প্রার্থীদের প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ফারুক হাসান বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই গণঅধিকার পরিষদ ভোটের দিকে এগোবে, অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না। সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS