ঢাকা | | বঙ্গাব্দ

৭ দফা দাবিতে জাগপার ১২ দিনের কর্মসূচি ঘোষণা

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2025 ইং
পল্টনের জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: পল্টনের জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন
ad728

জুলাই সনদের আইনি ভিত্তি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের ৭ দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মঙ্গলবার দুপুরে পল্টনের জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এর আগে দলটি একই দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করেছিল।

সংবাদ সম্মেলনে রাশেদ প্রধান বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও দেশের ভেতরে তাদের সন্ত্রাসী কার্যক্রম জনগণকে আরও সচেতন করেছে। পাহাড়ে ধর্ষণবিরোধী আন্দোলনের নামে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তিনি একে হিন্দুস্থানি-আওয়ামী ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন।

তিনি দাবি করেন, আগের কর্মসূচির মাধ্যমে বোঝা গেছে জনগণ জাগপার ৭ দফার প্রতি ইতিবাচক। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচারের বিষয়ে জনগণ আগ্রহী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাংগঠনিক সভা, শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময়, মানববন্ধন, ছাত্র ও যুব সংগঠনের সাথে গোলটেবিল বৈঠক, লিফলেট বিতরণ এবং শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এরপর ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১ ও ২ অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাজি মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS