ঢাকা | | বঙ্গাব্দ

আগামী সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই: অর্থ উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2025 ইং
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবির ক্যাপশন: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ad728

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিল, সেটিও এখনও পুলে ফেরত নেয়নি। ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।

তিনি বলেন, আমি যেখানেই কাজ করেছি সততার সঙ্গে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো। সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS