ঢাকা | | বঙ্গাব্দ

দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশন সচল থাকবে

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2025 ইং
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছবির ক্যাপশন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
ad728

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে শুল্ক স্টেশন ও হাউজগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনে সংশ্লিষ্ট শুল্ক স্টেশন ও হাউজে সীমিত আকারে কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি উপভোগ করবেন।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS