ঢাকা | | বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর অধঃপতন নাকি কৌশল?

author
Reporter

প্রকাশিত : Oct 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ধর্মীয় রাজনৈতিক দল হিসেবেই জামায়াতে ইসলামী দেশ বিদেশে পরিচিত।  তাদেরকে যারা সমর্থন করে ভালবাসে শুধুমাত্র ধর্মীয় কারনেই। যদিও বিভিন্ন ইসলামি দল তাদেরকে ইসলামি দল মানতে নারাজ।

তবুও বিগত সময়ে ইসলাম বলতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামই ছিল ফ্যাসিবাদের টার্গেট।

কিন্তুু ৫ আগষ্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী দেশে বেশ আলোচনার পাশাপাশি সমালোচনারও জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমিরের বেশ কয়েকটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ সমালোচিত।

কিন্তু কেন?

জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সাবেক মন্ত্রী ও এমপি অথচ তাকে যুদ্ধাপরাধী বলা ছাড়া অন্য কোন সমালোচনা করতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাওলানা নিজামীর কোন উপদেষ্টা ছিল না বলেই জানি।

তবে বর্তমান আমীর ডা.শফিকুর রহমানের উপদেষ্টা আছে। যা জামায়াতের ইতিহাসে নতুনত্ব। এই উপদেষ্টা নিয়োগের পর থেকে জামায়াতে ইসলামী বিতর্কিত অনেক সিদ্ধান্ত নিয়েছে যা ইসলামি দল হিসেবে মানায় না।

সকালে সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাদিমুর রহমানের একটা স্টাটাস পাঠালেন একজন সাবেক মন্ত্রী। তিনি ভিন্ন রাজনীতি করলেও ইসলামের প্রতি তার অগাধ ভালবাসা ও তিনি নিজেও ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং অন্যদেরও ধর্মের প্রতি উৎসাহিত করেন।

নিজামী পুত্র লিখেছেন - লোগো থেকে ইকামতে দ্বীনের কথা সরিয়ে ফেলাতে কোন সমস্যা নেই, তবে ইকামতে দ্বীন কথাটি থাকা অবস্থায় সেটি সরিয়ে ফেলা অবশ্যই ভিন্ন কিছু প্রকাশ পায়। কেননা এখানে প্রশ্ন থেকে যায় যে তারা ইকামতে দ্বীনের পথ থেকে সরে গিয়েছে কি না। যদি সরে যায় তাহলে তারা লোগো থেকে এই কথাটি সরিয়ে ফেলাতে কোন আপত্তি নেই। তবে সেই সাথে দলের নামের থেকে ইসলাম শব্দটিও কিন্তু বাদ দেওয়া প্রয়োজন। সবচেয়ে ভালো হয় দলের নাম সম্পূর্ণরূপে পরিবর্তন করে ইসলাম নাম ব্যবহার না করে ভিন্ন একটি নাম যদি রাখা হয়। এতে অন্তত একটি দল দ্বিমুখী নীতির অভিযোগ থেকে রেহাই পাবে।


একবার ভাবুন তো! যার বাবা জামায়াতে ইসলামীর আমির হওয়ার অপরাধে ফাঁশিতে গেল সে বাবার সন্তান কতটা কষ্ট থেকে এই স্টাটাস দিয়েছে।

আবারো বলছি আপনাদের যারা ভালবাসে আপনাদের ইসলামের সৌন্দর্য উপস্থাপনের কারনেই ভালবাসে রাজনৈতিক দর্শনের কারনে নয়। তাহলে কাদের খুশি করার জন্য হুট করে লগু পরিবর্তন করতে গেলেন? লগু পরিবর্তন করলে হয়ত আপনাদের প্রতি বিজাতীয়রা খুশি হবে জনতা খুশি হবে না।

জানি ইতিমধ্যে আমাকে গোমরাহ বা বিএনপির দালাল ভাবা শুরু করছেন। সমস্যা নাই যা খুশি ভাবতে পারেন তবে নিজের বিবেককে জিজ্ঞেস করুন প্রতিষ্ঠার এত যুগ পরে কেন লগু পরিবর্তন করতে হবে?

আরেকটি বিষয়!

ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি বর্তমান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু জামায়াতে ইসলামীতে সংস্কার আনার জন্য  যে সকল প্রস্তাবনা দিয়েছিলেন সে সকল প্রস্তাবনাগুলো তো একের পর এক বাস্তবায়ন করতেছেন তবে মন্জুর অপরাধ কি ছিল? 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS