সিরাজগঞ্জ, ২ অক্টোবর: নাগরিক
ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি তাঁকে জাতীয় প্রতীকের কারণে শাপলা
প্রতীক না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন কাউকেই শাপলা দিতে অযোগ্য বলে গণ্য হবে।
বুধবার রাতে সিরাজগঞ্জে নাগরিক ঐক্যের আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
মান্না জানান, এনসিপির কিছু
নেতারা তার কাছে শাপলা প্রতীকের বিষয়ে আবেদন করে এসেছিল। তিনি জানিয়ে দেন, যারা জুলাইয়ের
অভ্যুত্থানে অংশ নিয়েছে — বয়স-অভিজ্ঞতা ও তাদের অভ্যুত্থানের পটভূমি বিবেচনায় তিনি
তাদের প্রতি সহানুভূতিশীল। যদি নির্বাচন কমিশন শাপলা প্রতীক তাদের প্রদানে অনিচ্ছুক
হয় এবং প্রতীক নিয়ে অবিচার হয়, তাহলে তিনি এক চুক্তি হিসেবে সুস্পষ্টভাবে বলেন— শাপলা
তারা পেলে তিনি কোনো মামলা করবেন না।
মান্না পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন)
পদ্ধতিকে ঘিরে যে বিতর্ক চলছে, তাও উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে পিআর
পদ্ধতি সংবিধানে নেই; তাই পিআর-এ নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন কমিশন
যদি পিআর সংক্রান্ত কোনো প্রস্তাবনা না দেয়, তখন জনগণের ওপর ভিত্তি করে কিছু করা অনুচিত
হবে।
মান্না আন্দোলন ও বিক্ষোভের
মাত্রা নিয়েও সতর্কবার্তা দেন— তিনি বলেন, ‘‘অনেক কর্মসূচি হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে,
এবং আন্দোলনের ফলে হতাহতের মাত্রা বাড়ছে; এখন আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার সময়।’’
জামায়াতকে উদ্দেশ্য করে মান্না
প্রশ্ন তোলেন, রাজনীতিতে ধর্মকে স্থায়ী এক সরণি হিসেবে তুলে ধরে ভোট দাবি করা উচিত
কি না — তিনি বলছেন রাজনীতির জায়গায় রাজনীতি হোক, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস হিসেবে
থাকুক। বক্তৃতা শেষে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্যাদিরা ও স্থানীয়
নেতা-কর্মীরা।
নুর/আকাশ টিভি