কুমিল্লা প্রতিনিধি: খালিদ বিন ইমরান,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো 'নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন'
অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায়) প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমে এই জমকালো
আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মানোন্নয়ন ও ভবিষ্যৎ দিক-নির্দেশনা দেওয়াই ছিল এই
অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি
ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের
অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী ও চিফ ইন্সট্রাক্টর আলি আজম। সাবেক ভিক্টোরিয়া কলেজ
সভাপতি এমদাদুল হক মামুন-সহ শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দগন এবং বিভিন্ন সংগঠনের
প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রশিবিরের
সদস্যরা নতুন শিক্ষার্থীদের ফুল ও আকর্ষণীয় উপহার দিয়ে বরণ করে নেয়, যা শিক্ষার্থীদের
মধ্যে এক আনন্দের পরিবেশ সৃষ্টি করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা
শুরু হয়।
কুমিল্লা পলিটেকনিক শিবিরের
সভাপতি রিফাত মোল্লা তাঁর স্বাগত বক্তব্যে নবীনদের শুভেচ্ছা জানান এবং ছাত্রশিবিরের
লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর নতুন শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ছেলে ও একজন
মেয়ে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি
ও জুলাই যোদ্ধা আলামিন হোসেন হৃদয় ছাত্রশিবিরের কার্যক্রম এবং ক্যাম্পাস সম্পর্কে ধারণা
দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বলেন কীভাবে ছাত্রশিবির
শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ও তাদের কল্যাণে কাজ করে। তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা ভবিষ্যতের
প্রতি এক ধরনের আস্থা খুঁজে পায়।
এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দেন এবং ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব তুলে ধরে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান জানান।
বিভিন্ন অতিথিরাও তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
চিফ ইন্সট্রাক্টর আলি আজম শিক্ষার্থীদের
উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। তিনি হাদিসের আলোকে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ
বাড়ানো ও ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করলে ভালো হবে সে সম্পর্কে ধারণা দেন।
প্রধান অতিথি আমিরুল ইসলাম
ও বিশেষ অতিথি মুজাফফর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশের প্রেক্ষাপটে
ছাত্রদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের
অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী ছাত্রশিবিরকে এত সুন্দর একটি জ্ঞানমূলক আয়োজন করার জন্য
ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন।
বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীদের
মনোরঞ্জনের জন্য কুমিল্লা পলিটেকনিক হিমাচল সাহিত্য সংগঠন থেকে শিল্পীরা কাওয়ালী গান
পরিবেশন করেন, যা সকলে উপভোগ করেন। অনুষ্ঠান শেষে ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা
স্টলে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে নামমাত্র মূল্যে বই ক্রয় এবং বিনামূল্যে
বিভিন্ন সাহিত্য সংগ্রহের সুযোগ ছিল।
সমর্থক ফরম পূরণ ও শিক্ষার্থীদের
প্রতিক্রিয়া
অনুষ্ঠানে মুগ্ধ হয়ে অনেক শিক্ষার্থী
ছাত্রশিবিরের সমর্থক হতে আগ্রহ প্রকাশ করে এবং আনন্দের সাথে সমর্থক ফরম পূরণ করে।
অনুষ্ঠান শেষে সাক্ষাৎকারে
শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবিরের এমন আয়োজন তাদের খুবই ভালো লেগেছে। তারা বলেন, “আমরা
অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। এর আগে কোনো সংগঠন থেকে এত সুন্দর আয়োজন উপহার দেওয়া
হয়নি। ছাত্রশিবির ছাত্রদের মানোন্নয়ন ও ক্যারিয়ার গঠনের জন্য কাজ করে যাচ্ছে, তা সম্পর্কে
আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি।” তারা ছাত্রশিবিরের এমন জ্ঞানমূলক
ও শিক্ষণীয় অনুষ্ঠানের ধারাবাহিকতা প্রত্যাশা করেন এবং ব্যবস্থাপনার প্রশংসা করে শিক্ষার্থীদের
সমস্যা সমাধানে আরও কাজ করার আশা ব্যক্ত করেন।
আকাশ টিভি,ন